কামিনী যামিনীবরণে রণে, এল কে। উলঙ্গ এলোকেশী, বাম করে ধরে অসি, উল্লাসিতা দানবনিধনে। পদভরে বসুমতী, সভীতা কম্পিতা অতি, তাই দেখে পশুপতি, পতিত চরণে রণে। দ্বিজ রামপ্রসাদে কয়, তবে আর কীরে ভয়, অনায়াসে যম জয়, জীবনে মরণে রণে।।