শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২

আমায় দেও মা তবিলদারি।
আমি নিমকহারাম নই শংকরী।।
পদরত্নভান্ডার সবাই লুটে
ইহা আমি সইতে নারি।
ভাঁড়ার জিম্মা যার কাছে মা,
সে যে ভোলা ত্রিপুরারি।।
শিব আশুতোষ স্বভাবদাতা,
তবু জিম্মা রাখ তাঁরই
অর্ধ অঙ্গ জায়গির,
তবু শিবের মাইনে ভারী।।
আমি বিনা মাইনার চাকর,
কেবল চরণধুলার অধিকারী।
যদি তোমার বাপের ধারা ধর,
তবে বটে আমি হারি।।
যদি আমার বাপের ধারা ধর
তবে তো মা পেতে পারি।
প্রসাদ বলে এমন পদের,
বালাই লয়ে আমি মরি।
ও পদের মতো পদ পাই তো,
সে পদ লয়ে বিপদ সারি।।