শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২১৮

দরদরদর ঝরত লোর,
চরচরচর তনু বিভোর,
কবহু কবহু করত কোর, থোর থোর দোলনা।
রানি বদন হেরি হেরি, হসিত বদন বেরি বেরি,
চোরি চোরি থোরি থোরি মন্দ মন্দ বোলনা।।
ঝুনুর ঝুনুর ঘুঙুর নাদ, কিঙ্কিনি রব উভয় বাদ,
পদতল স্থলকমল নিন্দি, নখ হিমকর-গঞ্জনা।
কলিত ললিত মুকুতাহার,
মেরু বিকচ হিমকরাকর,
বিবুধ তটিনী বিশদ নীর, ছলে তনুরঞ্জনা।।
কযিত কনক বিমল কান্তি,
মনহি তাপ করত শান্তি,
তনু-তিরপিত নয়ন-সুখ, কলুষনিকর ভঞ্জনা।
ক্ষীণ দীন প্রসাদ দাস, সতত কাতর করুণাভাষ,
বারয় রবি-তনয়-শঙ্কা, মদন-মথন অঙ্গনা।।