শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৮৩

নলিনী নবীনা মনোমোহিনী।
বিগলিত চিকুরঘটা, গমনে বরটা,
বিবসনা শবাসনা মদালসা।
ষোড়শী ষোড়শকলা, কুশলা সরলা,
ললাটে বালার্ক বিধু, শ্রুতিতলে ব্রহ্মা বিধু,
মনোজ্ঞা মধুরমুখী মধুরলালসা।।
সোম-মৌলিপ্রিয়া নাম, রবিজ মঙ্গলধাম,
ভজে বুধ বৃহস্পতি, হীনকর্মনাশা।
হরিণাক্ষী হরিমধ্যা, হরিহর ব্রহ্মারাধ্যা,
হরি পরিবার সেই, যে ভজে দিগবাসা।।