শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪২

তুমি এ ভালো করেছো মা, আমারে বিষয় দিলে না।
এমন ঐ‌‌হিক সম্পদ কিছু আমা‌রে দি‌লে না।।
‌কিছু দি‌লে না, পে‌লে না, দি‌বে না, পা‌বে না,
তায় বা ক্ষ‌তি কী মোর! হোক দি‌লে দি‌লে বা‌জি,
তা‌তেও আ‌ছি রা‌জি, এবার এ বা‌‌জি ভোর গো।।
এমা দি‌তিস, দিতাম, নিতাম, খেতাম,
মজু‌রি ক‌রি‌য়ে ‌তোর।।
এবার মজু‌রি হল না, মজুরা চা‌বো কী,
কী জো‌রে ক‌রি‌বো জোর গো।।
আ‌ছো তু‌মি কোথা, আ‌মি কোথা,
মিছা‌মি‌ছি ক‌রি শোর।
শুধু শোর করা সারা, তোর যে কুধারা,
মোর যে বিপদ ঘোর গো।।
এমা ঘোর মহা‌‌নিশা, মন যো‌গে জা‌গে,
কী কাজ তোর ক‌ঠোর।
আমার এ-কূল ও-কূল, দুকূল গেল,
সুধা না পে‌লে চ‌কোর গো।।
এমা আ‌মি টা‌নি কূ‌লে, মন প্রতিকূ‌লে,
দারুণ করম-‌‌‌ডোর।
রামপ্রসাদ ক‌হি‌ছে, প‌ড়ে দু-টানায়,
ম‌রে মন ভূড়া চোর গো।।