হয় নয় অন্তরে গো রোয়ে।
আপন অঙ্গ দেখো গো চেয়ে।।
প্রাণধন উমা আমার পূর্ণ সুধাকর।
আমা সবাকার তনু নির্মল সরোবর।।
একচন্দ্র আভা শত সরোবরে লখি।
তোমা করে নয়, সকল অঙ্গময়
বিরাজে যে যখন নিরখি।।
একমুখে কত কব উমার রুপ গুণ।
উমার রুপে নানারুপ প্রসারে সংহারে পুনঃ।।
দাস প্রসাদে বলে, এই সার কথা বটে।
পুষ্পে যেমন গন্ধ, তেমনই মা বিরাজে সর্বঘটে।।