শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৭৩

ওরে শমন, কী ভয় দেখাও মিছে।
তুমি যে পদে ও পদ পেয়েছ,
সে মোরে অভয় দিয়াছে।।
ইজারার পাট্টা পেয়ে, এত কী গৌরব বেড়েছে।
(ওরে) স্বয়ং থাকতে কুশের পুতুল,
কে কোথা দাহন করেছে।।
হিসাব বাকী থাকে যদি,
দিব না রে তোদের কাছে।
(ওরে) রাজা থাকতে কোটালের দোহাই,
কোন দেশেতে কে দিয়াছে।।
শিব রাজ্যে বসতি করি,
শিব আমার পাট্টা দিয়াছে।।
রামপ্রসাদ বলে সেই পাট্টাতে,
ব্রহ্মময়ী সাক্ষী আছে।।