শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫০

যারে শমন যারে ফিরি।
ও তোর যমের বা‌পের কী ধার ধা‌রি।।
পাপ-পু‌ণ্যের বিচারকারী,
তোর যম হয় কা‌লেক্টরী।
আমার পু‌ণ্যের দফা স‌র্বে শূণ‌্য,
পাপ নি‌‌য়ে যা, নিলাম ক‌রি।।
শমনদমন শ্রীনাথচরণ, সর্বদাই হৃ‌দে ধ‌রি।
আমার কী‌সের শঙ্কা, মে‌রে ডঙ্কা,
চ‌লে যাব ‌‌কৈলাসপুরী।।
রামপ্রসা‌দের মা শংকরী, দে‌খো না চে‌য়ে ভয়ংকরী।
আমার পিতা ব‌টেন শূলপা‌ণি,
ব্রহ্মা বিষ্ণু দ্বা‌রের দ্বারী।।