শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২৩৯

ও মন, তোর নামে কী নালিশ দিব।
ও তুই সকার বকার বলতে পারিস,
বলতে নারিশ দূর্গা শিব।
খেয়েছ জিলিপি খাজা, লুচি মন্ডা সরভাজা।
ওরে শেষে পাবি সেসব মজা, যখন পঞ্চত্ব পাব।।
পাঁচ ইন্দ্রিয়ের পাঁচ বাসনা,
কেমন করে ঘর করিব।
ওরে চুরিদারি করিলে পরে,
উচিত মতো সাজাই পাব।।