শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৯৯

জাল ফেলে জেলে রয়েছে বসে।
ভবে আমার কী হইবে গো মা।।
অগম্য জলেতে মীনের শ্রয়,
জেলে জাল ফেলেছে ভুবনময়।
ও সে যখন যারে মনে করে,
তখন তারে ধরে কেশে।।
পলাবার পথ নাইকো জালে,
পলাবি কী মন ঘেরেছে কালে।
রামপ্রসাদ বলে মাকে ডাকো,
শমন দমন করবে এসে।।