দেখি মা কেমন করে আমারে ছাড়ায়ে যাবা।
ছেলের হাতের কলা নয় মা,
ফাকি দিয়ে কেড়ে খাবা।।
এমন ছাপান ছাপাইব,
মা গো খোজে খোজে নাহি পাবা।
বৎস পাছে গাভী যেন,
তেমনই পাছে পাছে ধাবা।।
প্রসাদ বলে ফাকিঝুকি,
মা গো দিতে পার পেলে হাবা।
আমায় যদি না তরাও মা,
শিব হবে তোমার বাবা।।