শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৩৮

কালীপদ মরকত আলানে
মন কুঞ্জ‌রে‌রে বাধো এ‌টে
ও‌রে কালীনাম তীক্ষ্ণ খড়‌গে
কর্মপাশ ‌ফে‌লো কে‌‌টে।।
‌নিতান্ত বিষয়াসক্ত মাথায় কর বেসার বে‌টে।
ও‌রে এ‌কে পঞ্চ ভূ‌তের ভার,
আবার ভূ‌তের বেগার মর ‌খে‌টে।।
সতত ‌‌ত্রিতা‌পের তা‌পে, হৃ‌দিভূ‌মি গেল ‌ফে‌টে।
নব কাদ‌ম্বিনীর বিড়ম্বনা, পরমায়ু যায় খে‌টে।।
নানা তীর্থ পর্য‌্যট‌নে, শ্রমমাত্র পথ হে‌টে।
পা‌বে ঘ‌রে ব‌সে চা‌রি ফল, বুঝনা‌রে দুঃখ-‌চে‌টে।।
রামপ্রসাদ কয় কি‌সে কি হয়,
মি‌ছে ‌মো‌লেম শাস্ত্র ঘে‌টে।
এখন ব্রহ্মময়ীর নাম কো‌রে,
ব্রহ্মরন্ধ্র যাক ফে‌টে।।