শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৪৮

পুরলো নাকো মনের আশা।
আমার মনের দুঃখ রইল মনে।।
দুঃখে দুঃখে কাল কাটালেম,
সুখের আর কীবে ভরসা।
আমি বলবো কী করুণাময়ী,
সঙ্গে ছয়টা কর্মনাশা।।
শ্রীরামপ্রসাদ বলে মা,
ভেবে ভেবে পাইনে দিশা।
আমি অভয়পদে শরণ নিয়ে,
ঘটল আমার উলটা দশা।।