মন গরিবের কী দোষ আছে।
তুমি বাজিকরের মেয়ে শ্যামা,
যেমনি নাচাও তেমনি নাচে।।
তুমি কর্ম, ধর্মাধর্ম, মর্মকথা বুঝা গেছে।
ওমা, তুমি ক্ষিতি, তুমি জল,
ফল ফলাচ্ছ ফলা গাছে।।
তুমি শক্তি, তুমি ভক্তি,
তুমিই মুক্তি, শিব বলেছে।
ওমা, তুমি দুঃখ, তুমিই সুখ,
চন্ডীতে তা লেখা আছে।।
প্রসাদ বলে কর্মসূত্র,
সে সুতার কাটনা কেটেছে।
ওমা, মায়াসূত্রে বেঁধে জীব,
খ্যাপা খ্যাপি খেল খেলিছে।।