শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৩৪

যদি ডুবল না ডুবায়ে বাওরে মননেয়ে।
মন হালি ছেড়োনা ভরসা, বাঁধো পারবি যেতে বেয়ে
মন চক্ষু-দাঁড়ি, বিষম হাড়ি, মজায় মজে চেয়ে।
ভালো ফাঁদ পেতেছে শ্যামা, বাজিকরের মেয়ে।।
মন শ্রদ্ধা-বায়ে ভক্তি-বাদাম দেওরে উড়াইয়ে।
রামপ্রসাদ বলে কালী নামের
যাও রে সারি গেয়ে।।