শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১০২

মন রে ভালোবাসো তাঁরে।
যে ভবসিন্ধু পারে তারে।
এই করো ধার্য, কীবা কার্য অসার পসারে।।
ধনে জনে আশা বৃথা, বিস্মৃত সে পূর্বকথা,
তুমি ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথাকারে।।
সংসার কেবল কাজ, কুহকে নাচায় নাচ,
মায়াবিনী কোলে আছ পড়ে কারাগারে।।
অহংকার দ্বেষ রাগ, অনুকূলে অনুরাগ,
দেহরাজ্য দিলে ভাগ, বলো কী বিচারে।।
যা করেছ চারা কীবা, প্রায় অবসান দিবা,
মণিদ্বীপে ভাবো শিবা, সদা শিবাগারে।।
প্রসাদ বলে দুর্গানাম, সুধাময় মোক্ষধাম,
জপ করো অবিরাম, শুধাও রসনারে।।