শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৮৯

জগত-জননি তুমি গো মা তারা।
জগৎকে তরালে, আমাকে ডুবালে,
আমি কি জগত-ছাড়া গো মা তারা।।
দিবা অবসানে রজনি কালে,
দিয়েছি সাঁতার শ্রীদূর্গা বলে।
মম জীর্ণ তরি, মা আছে কান্ডারি,
তবু ডুবিল ডুবিল ডুবিল ভরা।।
দ্বিজ রামপ্রসাদ ভাবিয়ে সারা,
মা হয়ে পাঠাইলে মাসীর পারা।
কোথা গিয়েছিলে, এ ধর্ম শিখিলে,
মা হয়ে সন্তান ছাড়া গো তারা।।