মন ভুলো না কথার ছলে।
লোকে বলে বলুক মাতাল বলে।
সুরাপান করিনে রে, সুধা খাই যে কুতূহলে।
আমার মন মাতালে মেতেছে আজ
মদ-মাতালে মাতাল বলে।।
অহর্নিশি থাকো বসি, হরমহিষীর চরণতলে।
নইলে ধরবে নিশা, ঘুচবে দিশা,
বিষম বিষয়-মদ খাইলে।।
যন্ত্র ভরা মন্ত্র সোড়া, অণ্ড ভাসে যেই জলে,
সে যে অকূল-তারণ, কুলের কারণ,
কূল ছেড়ো না পরের বোলে।
ত্রিগুণে তিনের জন্ম, মাদক বলে মোহের ফলে।
সত্ত্বে ধর্ম, তমে মর্ম, কর্ম হয় মন রজ মিশালে।।
মাতাল হলে বেতাল পাবে,
বৈতালী করিবে কোলে।
রামপ্রসাদ বলে নিদানকালে,
পতিত হবে কুল ছাড়িলে।।