জয় কালী জয় কালী বলে জেগে থাকো রে মন। তুমি ঘুম যেয়ো না রে (ভোলা মন), ঘুমেতে হারাবে ধন।। নবদ্বার ঘরে, সুখে শয্যা করে, হইবে যখন অচেতন। তখন আসিবে নিন্দ, চোরে দিবে সিঁদ, হরে লবে সব রতন।।