শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৫৮

ও কে রে মনোমোহিনী।
ওই মনোমোহিনী।।
ঢলঢলঢল তড়িৎ ঘটা, মনি-মরকত-কান্তি-ছটা
একী চিত্তছলনা, দৈত্যদলনা,
ললনা নলিনী-বিড়ম্বিনী।।
সপ্ত পেতি, সপ্ত হেতি, সপ্তবিংশ প্রিয় নয়নী।
শশী খন্ড শিরসি, মহেশ উরসী,
হরের রুপসী একাকিনী।।
ললাট ফলকে অলকা ঝলকে,
নাসানলকে বেসরে মণি।
মরি! হেরি একী রুপ, দেখো দেখো ভূপ,
সুধারস কূপ বদনখানি।।
শ্মশানে বাস, অট্টহাস, কেশপাশ কাদম্বিনী।
বামা সমরে বরদা, অসুর দরদা,
নিকটে প্রমোদা প্রমাদ গণি।।
কহিছে প্রসাদ, না করো বিবাদ,
পড়িল প্রমাদ, স্বরুপে গণি।
সমরে হবে না জয়ী রে,
ব্রহ্মময়ী রে, করুণাময়ী রে, বলো জননি।।