চিকন কালোরুপা সুন্দরী ত্রিপুরারি হৃদে বিহরে।
অরুণ কমলদল, বিমল চরণতল,
হিমকরনিকর রাজিত নখরে।
বামা অট্ট অট্ট হাসে, তিমিরকলাপ নাশে,
ভাযে সুধা অমিত ক্ষরে রে।
ভ্রমে কোকনদদল মধুকর চঞ্চল,
লঘুগতি পতিত যুবতি-অধরে।।
সহজে নবীনা ক্ষীণা, মোহিনী বসনহীনা,
কী কঠিনা দয়া না করে।
চঞ্চলাপাঙ্গ প্রাণহর, বরসিত শর খর,
কত কত শত শত রে।।
কহে রামপ্রসাদ কবি, অসিত মায়ের ছবি,
ভাবিয়া নয়ন ঝরে।
ও পদপঙ্কজ-পল্লবে বিহরতু,
মামক মানস আশ ধরে।।