বন্দে শ্রীগুরুদেবকি চরণং। অন্ধপট খোলে ধন্ধ সব হরণং। জ্ঞানাঞ্জন দেহি অন্ধকি নয়নং। বল্লভ নাম শুনায়ত করণং।। কেবল করুণাময় গুরু ভবসিন্ধুতারণং। তপন-তনয়-ভয়-বারণ-কারণং। সুচারু চরণদ্বয় হৃদে করি ধারণং। প্রসাদ কহিছে হয় মরণের মরণং।।