ওমা! হরো গো তারা মনের দুঃখ
আর তো দুঃখ সহেনা।।
যে দুঃখ গর্ভযাতনে, মাগো,
জন্মিলে থাকে না মনে।
মায়ামোহে পড়ে ভ্রমে জন্মি বলে "ওনা ওনা"।।
জন্মমৃত্যু যে যন্ত্রণা, মাগো,
যে জন্মে নাই সে জানে না।
তুই কী জানবি সে যন্ত্রণা,
জন্মিলে না - মরিলে না।
রামপ্রসাদে এই ভণে, দ্বন্দ্ব হবে মায়ের সনে,
তবু রব মার চরণে, আর তো ভবে জন্মিব না।।