বাসনাতে দাও আগুন জ্বেলে ক্ষার হবে তার পরিপাটি। করো মনকে ধোলাই, আপদ বালাই, মনের ময়লা ফেলো কাটি।। কালীদহের কূলে চলো, সে জলে ধোপ ধরবে ভালো, পাপ-কাষ্ঠের আগুন জ্বালো, চাপায়ে চৈতন্যের ভাঁটি।।