শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৪৭

এলোকেশী দিগবসনা।
কালী পুরাও মোর মনোবাসনা।।
যে বাসনা মনে রাখি, তার লেশ মা নাহি দেখি,
আমায় হবে কী না হবে দয়া,
বলে দে মা ঠিক ঠিকানা।
যে বাসনা মনে আছে, বলেছি মা তোমার কাছে
এ মা তুমি বিনে ত্রিভুবনে,
এ বাসনা কেহ জানে না।।