শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৩৬

হৃৎকমল মঞ্চে দোলে করালবদনী শ্যামা।
মনপব‌নে দুলাই‌ছে দিবসরজনী ওমা।।
ইড়া পিঙ্গলা নাামা, সুষুম্না ম‌নোরমা।
তার ম‌ধ্যে গাথা শ‌্যামা, ব্রহ্মসনাতনী ওমা।।
আ‌বির রু‌ধির তায়, কী শোভা হ‌য়ে‌ছে গায়।
কাম-আ‌দি মোহ যায়, হে‌রি‌লে অমনই ওমা।।
‌যে দে‌খে‌ছে মা‌য়ের দোল, সে পে‌য়ে‌ছে মা‌য়ের কোল।
রামপ্রসা‌দের এই ‌বোল, ‌‌ঢোলমারা বাণী ওমা।।