শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪০

একবার ডাকো রে কালী তারা বলে,
জোর ক‌রে রস‌নে! ও তোর ভয় কী‌রে শম‌নে।।
কাজ কী তীর্থ গঙ্গা কাশী,
যার হৃ‌দে জা‌গে এ‌লো‌কেশী।।
তার কাজ কী ধর্মকর্ম, ও তার মর্ম যেবা জা‌নে।
ভজ‌নের ছিল আশা, সুক্ষ্ম মোক্ষ পূর্ণ আশা।
রামপ্রসা‌দের এই দশ‌া, দ্বি-ভাব ভে‌বে ম‌নে।।