ভবে আর জন্ম হবে না। হবে না জননির জঠরে।। ভবানী ভৈরবী শ্যামা, বেদ শাস্ত্রে নাইকো সীমা, তারার মহিমা আপনি মাত্র, জেনেছেন শিব শংকরে। আমার মায়ের নাম গান করি, কত পাপী গেল তরে। ওমা কৈলাসগিরি, দিব্যপুরী, দেখাও এবার মা আমারে।।