শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৯৮

এই দেখো সব মাগির খেলা।
মাগির আপ্তভাবে গুপ্তলীলা।
সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ,
ডেলা দিয়া ভাঙে ডেলা।
মাগি সকল বিষয়ে সমান রাজি,
নারাজ হয় সে কাজের বেলা।।
প্রসাদ বলে থাকো বসে, ভবার্ণবে ভাসায়ে ভেলা।
যখন জোয়ার আসবে, উজায়ে যাবে,
ভাটিয়া যাবে ভাটার বেলা।।