শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫১

দূর হয়ে যা যমের ভটা।
ও‌রে আ‌মি ব্রহ্মময়ীর ব‌্যাটা ।।
বল গে যা তোর যমরাজা‌রে,
আমার মতন নি‌ছে কটা।
আ‌মি য‌মের যম হই‌তে পা‌রি,
ভাব‌লে ব্রহ্মময়ীর ছটা ।।
প্রসাদ ব‌লে কা‌লের ভটা,
মুখ সামলা‌য়ে ব‌লিস ব‌্যাটা।
কালীর না‌মের ‌জো‌রে বে‌ধে তো‌রে
সাজা দি‌লে রাখ‌বে কেটা।।