শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫৮

মন কোরো না দ্বেষাদ্বেষি,
য‌দি হ‌বি রে ‌বৈকুণ্ঠবাসী।।
আ‌মি বেদাগ‌ম পুরা‌ণে,
ক‌রিলাম কত খোজ তালা‌শি।
ওই যে কালী কৃষ্ণ শিব রাম,
সকল আমার এ‌লো‌কেশী।।
‌শিবরু‌পে ধর শিঙা, কৃষ্ণরু‌পে বাজাও বা‌শি।
ওমা রামরু‌পে ধর ধনু, কালীরু‌পে ক‌রে অ‌সি।।
‌দিগম্বরী দিগম্বর, পিতার চরণ বিলাসী।
শ্মশানবা‌সিনীবা‌সী, অ‌যোধ‌্যা গোকুল‌নিবাসী।।
‌ভৈরবী ভৈরবস‌ঙ্গে, শিশুস‌ঙ্গে এক বয়সী।
‌যেমন অনুজ ধানু‌কিস‌ঙ্গে, জানকী পরম রুপসী
প্রসাদ ব‌লে ব্রহ্ম‌নিরুপ‌ণের কথা দে‌তোর হা‌সি।
আমার ব্রহ্মময়ী সর্বঘ‌টে, প‌দে গঙ্গা গয়া কাশী।।