মন রে তোর বুদ্ধি একী।
ও তুই সাপ-ধরা জ্ঞান না শিখিয়ে,
তালাশ করে বেড়াস সে কী!
ব্যাধের ছেলে পাখি মারে,
জেলের ছেলে মৎস্য ধরে।
(মন রে) ওঝার ছেলে গুরু হলে,
গোসাপে তায় কাটে না কি?
জাতি ধর্ম সর্প খেলা,
সেই মন্ত্রে কোরো না হেলা।
(মন রে) যখন বলবে বাপ সাপ ধরিতে,
তখন হবি অধোমুখী।।