মরলেম ভূতের বেগার খেটে।
আমার কিছু সম্বল নাইকো গেঁটে।।
নিজে হই সরকারী মুটে,
মিছে মরি বেগার খেটে।
আমি দিন-মজুরি নিত্য করি,
পঞ্চভূতে খায় গো বেঁটে।।
পঞ্চভূত ছয়টা রিপু, দশেন্দ্রিয় মহা লেঠে।
তারা কারো কথা কেও শুনে না,
দিন তো আমার গেল ঘেটে।।
যেমন অন্ধ জনে হারা-দন্ড, পুন পেলে ধরে এঁটে
আমি তেমনি মতো ধরতে চাই মা,
কর্মদোষে যায় গো ছুটে।।
প্রসাদ বলে ব্রহ্মময়ী, কর্ম-ডুরি দে মা কেটে।
প্রাণ যাবার বেলা এই করো মা,
ব্রহ্মরন্ধ্র যায় যে ফেটে।।