শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৯৫

মা তোমারে বারে বারে জানাবো আর দুঃখ কত।
ভাসিতেছি দুঃখনীরে, স্রোতের শেহলার মতো।।
দ্বিজ রামপ্রসাদে বলে, মা বুঝি নিদয়া হলে।
দাড়াও একবার দ্বিজমন্দিরে,
দেখে যাই জনমের মতো।।