শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪৬

কালী কালী বলো রসনা।
ক‌রো পদধ‌্যান, নামামৃত পান,
য‌দি হ‌তে ত্রাণ থা‌‌কে বাসনা।
ভাই বন্ধু সুত, দারা প‌রিজন।
স‌ঙ্গের দোসর ন‌হে কোনজন।
দুরন্ত শমন, বাধ‌বে যখন,
বি‌নে ওই চরণ, কেহ কা‌রো না।।
দুর্গানাম মু‌খে ব‌লো একবার,
স‌ঙ্গের সম্বল দুর্গানাম আমার।
অ‌নিত‌্য সংসার, না‌হি পারাপার,
সকলই অসার, ভে‌বে দে‌খো না।
‌গেল গেল কাল বিফ‌লে গেল,
দে‌খোনা কালান্ত নিক‌টে এল।
প্রসাদ ব‌লে ভাল, কালী কালী ব‌লো,
দূর হ‌বে কাল যম যন্ত্রণা।।