শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৬০

এলো চিকুর ভার, এ বামা
মার মার মার রবে ধায়।।
রুপে আলো করে ক্ষিতি, গজপতি-রুপ গতি,
রতিপতি-মতি মোহ পায়।
অপযশ কুলে কালী, কুলনাশ করে কালী,
নিশুম্ভনিপাতি কালী, সব সেরে যায়।।
সকল সেরে যায়, এ কী ঠেকিলাম দায়,
এ জন্মের মতো বিদায়।।
কাল বলে এত কাল, এড়ালাম যে জঞ্জাল,
সেই কাল চরণে লুটায়।
টেনে ফেলো রম্ভাফল, গঙ্গাজল বিল্বদল,
শিবপূজার এই ফল, অশিব ঘটায়।।
অশিব ঘটায়, এই দনুজ ভটায়, কী কুরব রটায়।।
ভব দৈবরুপ শব, মুখে নাহি মাত্র রব,
কার ভরায় রব, হায়।
চিনিলাম ব্রহ্মময়ী, হই বা না হই জয়ী,
নিতান্ত করুণাময়ী, স্থান দিবে পায়,
স্থান দিবে পায়, নিতান্ত মন তায়,
এ জন্ম কর্মসায়।।
প্রসাদ বলে ভালো বটে, এ বুদ্ধি ঘটেছে ঘটে,
এ সংকটে প্রাণে বাঁচা দায়।
মরণে কী আছে ভয়, জন্মের দক্ষিণা হয়,
দক্ষিণাতে মন লয়, করো দৈত্যরায়।
ওহে দৈত্যরায়, ভজো এই দক্ষিণায়,
আর কী কাজ আশায়।।