মন কী করো ভবে আসিয়ে।
ওরে দিবে অবশেষে, অজপার শেষ,
ক্রমেতে নিঃশ্বাস যায় ফুরায়ে।।
হং-বর্ণ পুরকে হয়, সঃ বর্ণ রেচকে বয়।
অহর্নিশি করে জপ হংস হংস বলিয়ে।।
অজপা হইলে সাঙ্গ, কোথা তব রবে রঙ্গ,
সকলই হইলে ভঙ্গ, ভবানীরে না ভাবিয়ে।
চলনে দ্বিগুণ ক্ষয়, ততোধিক নিদ্রায় হয়,
বিনয়ে রামপ্রসাদ কয়,
ততোধিক সঙ্গমসময়ে।।