শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২২

কে জানে গো কালী কেমন।
ষড়দর্শনে না পায় দরশন।।
কালী পদ্মবনে, হংস সনে,
হংসীরূপে করে রমণ।
তাঁকে সহস্রারে মূলাধারে,
সদা যোগী করে মনন।।
আত্মারামের আত্মা কালী,
প্রমাণ প্রণবের মতন।
তিনি ঘটে ঘটে বিরাজ করেন,
ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন।।
মায়ের উদর ব্রহ্মাণ্ড-ভাণ্ড,
প্রকাণ্ড তা জানো কেমন।
মহাকাল জেনেছেন কালীর মর্ম,
অন্য কেবা জানে তেমন।।
প্রসাদ ভাষে, লোকে হাসে, সন্তরণে সিন্ধুগমন।
আমার প্রাণ বুঝেছে, মন বুঝে না,
ধরবে শশী হয়ে বামন।।