শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৫৫

থাকি একখান ভাঙা ঘরে।
তাই ভয় পেয়ে মা ডাকি তোরে।।
হিল্লোলেতে হেলে পড়ে,
আছে কালীর নামের জোরে।
ওই যে রাত্রে এসে ছয়টা চোরে,
মেটে দেওয়াল ডিঙিয়ে পড়ে।।