শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪১

আয় দেখি মন চুরি করি,
তোমায় আমায় একত্র‌রে।
‌শি‌বের সর্বস্ব ধন, মা‌য়ের চরণ,
য‌দি আন‌তে পা‌রি হ‌রে।।
জাগা ঘ‌রে চু‌রি করা, ই‌‌তে য‌দি প‌ড়ি ধরা
ত‌বে মানব‌দে‌হের দফা সারা।
‌বেধে নি‌বে ‌কৈলাশপু‌রে।।
গুরুবাক‌্য দৃঢ় ক‌রে, য‌দি যাই‌তে পা‌রি ঘ‌রে,
ভ‌ক্তিবাণ হর‌কে মে‌রে, শিবত্ব-পদ লব কে‌ড়ে।।