শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২২৬

ওগো রানি, নগরে কোলাহল, উঠো চলো চলো,
নন্দিনী নিকটে তোমার গো।
চলো, বরণ করিয়া গৃহে আনি গিয়া,
এসো না সঙ্গে আমার গো।।
জয়া! কী কথা কহিলি, আমারে কিনিলি,
কী দিলি শুভ সমাচার।
তোমায় অদেয় কী আছে, এসো দেখি কাছে,
প্রাণ দিয়া শুধি ধার গো।।
রানি ভাসে প্রেম-জলে দ্রুতগতি চলে,
খসিল কুন্তলভার।
নিকটে দেখে যারে, শুধাইছে তারে,
গৌরী কত দূরে আর গো।।
যেতে যেতে পথ, উপনীত রথ,
নিরখি বদন উমার।
বলে মা এলে মা এলে, মা কি মা ভুলেছিলে,
মা বলে এ কী কথা মার গো।।
রথে হতে নামিয়া শংকরী, মায়েরে প্রণাম করি,
সান্ত্বনা করে বার বার।
দাস কবিরঞ্জনে, সকরুণে ভণে,
এমন শুভদিন আর কার গো।।