শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২৫

আর বাণিজ্যে কী বাসনা।
ওরে আমার মন বলো না।
ওরে ঋণী আছেন ব্রহ্মময়ী,
সুখে সাধ সেই লহো না।।
ব্যজনে পবন বাস, চালনেতে সুপ্রকাশ,
(মন রে ও রে), শরীরস্থা ব্রহ্মময়ী,
নিদ্রিতা জন্মাও চেতনা।।
কানে যদি ঢোকে জল,
বার করে যে জানে কল,
(মন রে ও রে), সে জলে মিশায়ে জল,
ঐহিকের এরুপ ভাবনা।।
ঘরে আছে মহারত্ন, ভ্রান্তিক্রমে কাচে যত্ন,
(মন রে ও রে), শ্রীনাথ দত্ত, করো তত্ত্ব,
কলের কপাট খোলো না।
অপূর্ব জন্মিল নাতি, বুড়া দাদা দিদি-ঘাতী
(মন রে ও রে), জনম-মরণাশৌচ,
সন্ধ্যাপূজা বিড়ম্বনা।।
প্রসাদ বলে বারে বারে, না চিনিলে আপনারে
(মন রে ও রে), সিন্ধুর বিধবার ভালে,
মরি কীবা বিবেচনা।।