শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৯

এবার বাজি ভোর হলো
মন কী খেলা খেলা‌বে ব‌লো।।
শতরঞ্চ প্রধান পঞ্চ, প‌ঞ্চে আমায় দাগা দিল।।
এবার বো‌ড়ের ঘর ক‌রে ভর,
মন্ত্রী‌টি বিপা‌কে মল।।
দুটা অশ্ব দুটা গজ, ঘ‌রে ব‌সে কাল কাটাল,
তারা চল‌তে পা‌রে সকল ঘ‌রে
ত‌বে কেন অচল হল।।
দুখান ত‌রি ‌নিমক ভ‌রি, বাদাম তু‌লি না চ‌লিল
ও‌রে এমন সুবাতাস পে‌য়ে ঘা‌টের তরী ঘা‌টে রল।।
শ্রীরামপ্রসাদ ব‌লে মোর কপা‌লে এই ‌কি ছিল?
ও‌রে অতঃপ‌রে কো‌ণের ঘ‌রে
‌পি‌লের ‌কি‌স্তে মাত হইল।।