শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৩১

ভেবে দেখো মন কেউ কারো নয়,
মিছে ফের ভূমন্ডলে।
দিন দুই তিনের জন্য ভবে,
কর্তা বলে সবাই বলে।।
আবার সে কর্তারে দিবে ফেলে,
কালাকালের কর্তা এলে।
যার জন্য মর ভেবে, সে কি সঙ্গে যাবে চলে।।
সেই প্রেয়সী দিবে গোবরছড়া,
অমঙ্গল হবে বলে।
শ্রীরামপ্রসাদ বলে, শমন যখন ধরবে চুলে।
তখন ডাকবি কালী কালী বলে,
কী করিতে পারবে কালে।।