শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৮২

মন রে শ্যামা মাকে ডাকো।
ভক্তি মুক্তি করতলে দেখো।।
পরিহরো ধনমদ, ভজো পদ-কোকনদ।
কালেরে নৈরাশ করো, কথা শুনো, কথা রাখো।।
কালী কৃপাময়ী নাম, পূর্ণ হবে মনস্কাম।
অষ্টযামের অর্ধযাম, আনন্দেতে সুখে থাকো।।
রামপ্রসাদ দাস কয়, রিপু ছয় করো জয়।
মারো ডঙ্কা ত্যজো শঙ্কা, দূরছাই করে হাঁকো।।