আমি কবে কাশীবাসী হবো। সেই আনন্দকাননে গিয়ে নিরানন্দ নিবারিব।। গঙ্গাজল বিল্বদলে, বিশ্বেশ্বর নাথে পূজিব। ওই বারাণসীর জলে স্থলে, মলে পরে মোক্ষ পাব।। অন্নপূর্ণা অধিষ্ঠাত্রী, স্বর্ণময়ীর শরণ লব। আর বব বমবম ভোলা বলে, নৃত্য করে গাল বাজাব।।