এবার আমি বুঝিবো হরে
মায়ের ধরব চরণ লব জোরে।।
ভোলানাথের ভুল ধরেছি,
বলব এবার যারেতারে।
সে যে পিতা হয়ে মায়ের চরণ
হৃদে ধরে কোন বিচারে?
পিতা পুত্রে এক ক্ষেত্রে,
দেখামাত্রে বলব তারে।
ভোলা মায়ের চরণ করে হরণ,
মিছে মরণ দেখায় কারে।।
মায়ের ধন সন্তানে পায়,
সে ধন নিলে কোন বিচারে?
ভোলা আপন ভালো চায় যদি সে,
চরণ ছেড়ে দিক আমারে।।
শিবের দোষ বলি যদি,
বাজে আপন গা-র উপরে।
রামপ্রসাদ বলে ভয় করিনে,
মার অভয়চরণের জোরে।।