শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৩৫

এবার আমি ভালো ভেবেছি
এক ভাবীর কা‌ছে ভাব শি‌খে‌ছি।
‌যে দে‌শে‌তে রজনী নাই,
সেই দে‌শের এক লোক পে‌য়ে‌ছি।।
আমার কীবা দিবা কীবা সন্ধ‌্যা,
সন্ধ‌্যা‌কে বন্ধ‌্যা ক‌রে‌ছি।।
ঘুম ছু‌‌টে‌ছে, আর কি ঘুমাই,
যু‌গে যু‌গে জে‌গে আ‌ছি।
এবার যার ঘুম তা‌রে দি‌য়ে, ঘু‌মে‌রে ঘুম পাড়া‌য়ে‌ছি,
‌সোহাগা গন্ধক মিশা‌য়ে, সোনা‌তে রং ধরা‌য়ে‌ছি।
ম‌ণি-ম‌ন্দির মে‌জে দিব, ম‌নে‌ এই আশা ক‌রে‌ছি।।
প্রসাদ ব‌লে ভ‌ক্তি মু‌ক্তি উভয়‌কে মা‌থে ধ‌রে‌ছি।
এবার শ‌্যামার নাম ব্রহ্ম জে‌নে,
ধর্ম কর্ম সব ছে‌ড়ে‌ছি।।