শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫৫

পতিত পাবনী তারা,
ওমা কেবল ‌তোমার নাম‌টি সারা।।
ওই যে তরা‌সে আকা‌শে বাস,
বু‌ঝে‌ছি মা কা‌জের ধারা।।
ব‌শিষ্ঠ চি‌নিয়া‌ছিল, হাড় ভে‌ঙে শাপ দিল।
তদব‌ধি হইয়াছ ফণী যেন ম‌ণিহারা।।
‌ঠে‌কে‌ছি‌লে মু‌নির ঠাই,
কার্যকারণ তোমার নাই।
ঙয়ায় সয় তয় রয় সেইরুপ বর্ণ পারা।।
দ‌শের পথ ব‌টে ‌‌সোজা, দ‌শের লা‌ঠি এ‌কের বোঝা
‌লে‌গে‌ছে দ‌শের ভার, ম‌নে শুধু চক্ষু ঠারা।।
পাগল ব‌্যাটার কথায় ম‌জে, এত কাল মলাম ভ‌জে
‌দিয়া‌ছি ‌গোলামী খত, এখন কি আর আ‌ছে চারা
আ‌মি দিলাম না‌কে খত, তু‌মি দাও মা ফারখত।
কালায় কালায় দাওয়া ঝুটা,
সাক্ষী ‌তোমার ব‌্যাটা যারা।।
বস‌তি ষোড়শ দ‌লে, ব‌্যক্ত আ‌ছে ভূমণ্ড‌লে।
প্রসাদ ব‌লে কুতূহ‌লে তারায় লুকায় তারা।।