শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৮২

মরি ও রমণী কী রণ করে।
রমণী সমর করে, ধরা কাপে পদভরে,
রথ রথী সারথি তুরঙ্গ গরাসে।
কলেবর মহাকাল, মহাকালে শোভে ভাল,
দিনকরকর ঢাকে চিকুরপাশে।।
আতঙ্গে মাতঙ্গ ধায়, পতঙ্গে পতঙ্গ-প্রায়,
মনে বাসি শশী খসি, পড়ে তরাসে।
নিরুপম রুপছটা, ভেদ করে ব্রহ্মকটা,
প্রবলদনুজঘটা গেলে গরাসে।।
ভৈরবী বাজায় গাল, জোগিনী ধরিছে তাল,
মরি কীবা সুরসাল, গান বিভাসে।
নিকটে বিবুধ-বধূ, যতনে জোগায় মধু,
দোলায়ে বদন বিধু, মৃদু মৃদু হাসে।।
সবার আসার আশা, ঘুচায়েছে আশা-বাসা,
জীবনে নিরাশা, ফিরে না যায় বাসে।
ভণে রামপ্রসাদ সার, নাম লয়ে শ্যামা মার,
আনন্দে বাজায়ে দামা, চলো কৈলাসে।।